আজ ১০ ফেব্রুয়ারী ২০২২ ইং, ২০২১ এসএসসি ব্যাচের ডাচ্ বাংলা ব্যাংক স্কলারশিপ এর প্রাথমিক ভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট করে যাবতীয় নির্দেশনা অনুসরণ করতে হবে।
প্রাথমিকভাবে বাছাই তালিকা তৈরি করার ক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলাফল, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট (পিইসি) পরীক্ষায় প্রাপ্ত বৃত্তি এবং আবেদনকারীদের যোগ্যতাকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এছাড়া পিতামাতার আয়ের স্তর এবং তাদের পেশা সহ অন্যান্য দিকে গুরুত্বপূর্ণ আরোপ করা হয়েছে।
প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট // DBBL Scholarship Results
জেনে রাখা ভালো যে আবেদনকারীর প্রদান কৃত তথ্যের উপর ভিত্ত করেই ওয়েবসাইটের মাধ্যমে প্রাইমারী সিলেক্টেড লিস্ট তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ম্যানুয়ালি কোনো সহযোগিতা নেওয়া হয় নাই।
প্রাথমিক বাছাইয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে ১৪ মার্চ ২০২২ এর মধ্যে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক এর শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা সহ (পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet ( প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট / Primary Selection Letter) এর সাথে নিম্নলিখিত সংযোজনীসমূহ অবশ্যই দাখিল করতে হবে:
১. আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. আবেদনকারীর পিতা ও মাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩. এস.এস.সি পাশের ট্রান্সক্রিপ্ট/ মার্কশীট এর ফটোকপি।
৪. এস. এস. সি. পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এর ফটোকপি।
৫. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/ মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ ওয়ার্ড কমিশনার/ ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/ অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয়ের বিবরণের মূলকপি।
প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট // DBBL Primary Results
৬. প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/ প্রমানপত্রের ফটোকপি।
৭. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/ প্রমানপত্রের ফটোকপি।
ফলাফল দেখুন এবং প্রিন্ট করুন এখানে
প্রাইমারি সিলেকশন লেটার ডাউনলোড
উল্লেখ্য ডাচ্ বাংলা ব্যাংক স্কলারশিপ এর আবেদন গত ০৩ জানুয়ারি থেকে ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে চলমান ছিল।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের দাখিলকৃত কাগজপত্রের সত্যতা যাচাই বাছাই করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। উক্ত চুড়ান্ত ফলাফল পরবর্তীতে ডিবিবিএল ওয়েবসাইট এবং দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশ করা হবে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Show my primary selection letter